BCS প্রিলি পরীক্ষার রুমে করণীয় , না পড়ে কেউ পরীক্ষা রুমে যাবেন না



১) অ্যাডমিট কার্ডটা, ২টা কলম, ১ টা পেন্সিল এখনই নিয়ে নিন। ক্যালকুলেটর, ঘড়ি নিবেন না। পরীক্ষা হলে দেয়াল ঘড়ি দেয়া থাকবে।

২) পরীক্ষা শুরুর সময়টা খেয়াল রাখুন। ৩০ মিনিট হাতে রেখেই পৌছে যাবেন কেন্দ্রে। মাথাটা ঠান্ডা করতে হবে। বুঝলেন।


৩) আপনার রেজিঃ নং লিখবেন নির্ভুল ও কাঁটাকাটি ছাড়া; এরপর সাবধানে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করবেন।

৪) রাফ করার জন্য প্রশ্নপত্রের ফাঁকা জায়গা ব্যবহার করুন। বেঞ্চের গায়ে, অ্যাডমিট কার্ডে বা হাতে দাগাদাগি করবেন না। দ্রুত বৃত্ত ভরাট করার অভ্যাস করুন; সিওর আছেন এমন প্রশ্নগুলোর উত্তর আগে করুন এবং সাথে
সাথে পেন্সিল দিয়ে দাগিয়ে রাখুন; যাতে পরে ওগুলো আবার পড়া না লাগে। বাকিগুলো পরে করুন। ম্যাথটা আপনার সুবিধামতো করুন। সবাই বলে শেষে করাই ভাল।


৫) জেল নয়, সাধারন মোটা কালি বের হয় এমন কলম নিন যাতে দ্রুত ভরাট করা যায়। যেমন LINC gliss or matador glory.কয়েকদিন ঘষে ঘষে জং ছুটিযে রাখুন। বোতলে পানি রাখতে পারেন।

৬) রাত্রে তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে দুয়া করবেন আল্লাহর কাছে। বাবা মায়ের দুয়া নিবেন।

৭) পরীক্ষার রুমে সুন্দরি মেয়ে বা ছ্যাচড়া ছেলের পাল্লায় পড়ে কিছু বলাবলি করবেন না। মারাত্মক virus ওরা। বেশি জ্বালালে বলবেন আগে ক্যাডার হয়ে নিই পরে না হয় আপনাকেই বিয়ে করব। হাহা! চিন্তা কিসের।


৮) ক ও ঘ নিয়ে চিন্তা নেই কারন তারা ১ম ও শেষেই থাকবে। তাই খ ও গ দেখে নিন, এখানেই উপর নিচ করে।

৯) পরীক্ষার রুমে নিজেকে সেরা ভাবুন। অনেকে সব মারার জন্যই গেছেন কারন প্রস্তুতি ৮০% ছেলে মেয়ের
তেমন থাকে না।

১০. সর্বপরি মাথা ঠান্ডা রাখুন। মাথা গরম করেছেন তো হেরেছেন। যারা ইংরেজিতে দিবেন তারা একটু বেশি সতর্ক হবেন। আর পরীক্ষার রুমে পরীক্ষকের সাথে খারাপ ব্যবহার করবেন না।


লিখেছেন: আব্দুর রাজ্জাক আবীর।

For Always Update, please like our Facebook page: Rashed ICT



R @ S. Theme images by PLAINVIEW. Powered by Blogger.