লিঙ্কডিন সম্পর্কে অজানা কাহিনী by Rashed ICT

লিঙ্কডিন সম্পর্কে অজানা কাহিনী by Rashed ICT

লিঙ্কডিন ব্যবহার করছেন কিন্তু অনেকেই এই ৭ টি জিনিস লিঙ্কডিন সম্পর্কে জানেন না। আমরা লিঙ্কডিনে কানেক্টেড হচ্ছি কিন্তু এই কানেকশনের সীমা আছে, আছে অজানা অনেক কিছু। আজকে লিঙ্কডিনের ৭ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। ১। লিঙ্কডিনে ১ ম ডিগ্রি হলো আপনি সরাসরি সংযুক্ত ওই সকল ব্যক্তিদের সাথে কারণ আপনি তাদের সংযোগের আমন্ত্রণটি গ্রহণ করেছেন, বা তারা আপনার আমন্ত্রণ গ্রহণ করেছে। ২য় ডিগ্রি আপনার প্রথম ডিগ্রি কানেকশনের সাথে সংযুক্ত লোকেরা। তৃতীয়-ডিগ্রি - আপনার দ্বিতীয় ডিগ্রি কানেকশনের সাথে সংযুক্ত লোকেরা।

২। লিঙ্কডিন কেবল ৩০০০০ মানুষের সাথে কানেক্টেড হবার সুযোগ দেয়। কিন্তু আপনি চাইলে আপনার ফলোয়ার আনলিমিটেড রাখতে পারেন। ৩. লিঙ্কডিনে আপনি ১০০০ মানুষকে ব্লক করতে পারবেন।আপনি ৩০০০ মানুষকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ৪. লিঙ্কডইন প্রিমিয়াম একটি অর্থ প্রদেয় সাবস্ক্রিপশন যা আপনাকে যে কাউকে ইনবক্স করার অনুমতি দেয় InMail ব্যবহার করে। এটি আপনাকে লিংকডইনের আরো অনেক ফাংশনে অ্যাক্সেস দেয়। ৫) লিঙ্কডইন অ্যালগরিদম কাজ করে প্রোফাইল ও তার পোস্ট এর লাইক, মন্তব্য, জবাব পোস্টগুলিতে মন্তব্যসমূহকে বেস করে। ৬) কোম্পানির পেইজগুলি তেমন কাজে আসেনা কারন লিঙ্কডিনে কানেক্টেড মানুষ অন্যদের সাথে কানেক্ট হয় অর্গানাইজেশনের সাথে না। ৭) প্লেইন পোস্টগুলি সবথেকে ভালো। ভিডিও, ফটো এবং লিঙ্কগুলি লিঙ্কডিন অ্যালগরিদমে ঝামেলা সৃষ্টি করে।


R @ S. Theme images by PLAINVIEW. Powered by Blogger.