মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স MCQ Question and Answer
- কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা বুঝায় তার উপাদান কয়টি?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
- বিভিন্ন কাজ করার জন্য শুরুতে কম্পিউটারের কোন মিডিয়াটি ব্যবহার করতে হতো?
ক) চিএ
খ) শব্দ
গ) সংকেত
ঘ) বর্ণ
- প্রচলিত ধারণা ও প্রচলিত যন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাভিষিক্ত করার প্রবণতা বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে?
ক) প্রিন্টার
খ) কম্পিউটার
গ) স্ক্যানার
ঘ) ইন্টারনেট
- মাল্টিমিডিয়ার উপাদান “বর্ণ” অপর কী নামে পরিচিত?
ক) ভিডিও
খ) এনিমেশন
গ) গ্রাফিক্স
ঘ) টেক্সট
- সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে?
ক) কম্পিউটার
খ) কার্ড রিডার
গ) টাইপরাইটার
ঘ) প্রিন্টার
- মুদ্রণ ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ?
ক) টাইপরাইটার
খ) মাউস
গ) কম্পিউটার
ঘ) ইন্টারনেট
- দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি সম্পদনা ইত্যাদি যাবতীয় কাজ কোন যন্ত্রে করা হয়?
ক) ফটো সেন্টার
খ) টাইপরাইটার
গ) প্রিন্টার
ঘ) কম্পিউটার
- মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন দশকে?
ক) ষাটের দশকে
খ) সত্তরের দশকে
গ) আশির দশকে
ঘ) নব্বই দশকে
- কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন কোন সফটওয়্যারটি দিয়ে শুরু হয়?
ক) ওপেন সোর্সওয়ার্ড
খ) এমএস এক্সেল
গ) ফটোশপ
ঘ) এমএস অফিস
- ডিজাইন এবং গ্রাফিক্সে কোন যন্ত্রটি ক্রমশ জায়গা করে নিচ্ছে?
ক) ইন্টারনেট
খ) প্রিন্টার
গ) টেলিপ্রিন্টার
ঘ) কম্পিউটার
- কোনটি প্রস্তুত হওয়ায় গ্রাফিক্স তার নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করছে?
ক) টেলিপ্রিন্টার
খ) রাডার
গ) ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার
ঘ) ইন্টারনেট
- ভিডিও মূলত কী?
ক) সিগনাল
খ) গ্রাফিক্স
গ) শিক্ষার মাধ্যম
ঘ) অডিওর পরিবর্তিত রূপ
- কোনটি চলমান গ্রাফিক্স?
ক) ভিডিও
খ) অডিও
গ) টেক্সট
ঘ) লেজার
- বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া?
ক) অডিও
খ) ভিডিও
গ) টেপ
ঘ) টেক্সট
- বিশ্বজুড়ে কোনটি এখন এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হচ্ছে?
ক)টেক্সট
খ) লেজার
গ) ভিডিও
ঘ) অডিও
- এখন কার্যত এনালগ পর্যায়ে কোনটি করা হয়?
ক) ভিডিও ধারণ
খ) ভিডিও সম্পাদনা
গ) ভিডিও সংরক্ষণ
ঘ) ভিডিও প্রচার
- নিচের কোনটিতে এনিমেশন একটি প্রিয় বিষয়?
ক) সংবাদপত্রে
খ) বিজ্ঞাপন
গ) প্রিন্ট মিডিয়া
ঘ) মুদ্রণ ও প্রকাশনায়
- কোনটি কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না?
ক) ভিডিও
খ) অডিও
গ) অ্যানিমেশন
ঘ) টেক্সট
- নিচের কোনটি গ্রাফিক্সের একটি রূপ?
ক) টেক্সট
খ) সিনেমা
গ) ইন্টারনেট
ঘ) সিগনাল
- কোন দুটির মধ্যকার প্রযুক্তিগত পার্থক্য দিনে দিনে কমে আসছে?
ক) ভিডিও ও অডিও
খ) ভিডিও ও টেক্সট
গ) ভিডিও ও সিনেমা
ঘ) সিনেমা ও টেক্সট