সরকারী অর্থায়নে ফ্রি ট্রেনিং করার সুযোগ
সরকারী অর্থায়নে “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (LEDP)” প্রকল্পের মাধ্যমে ফ্রি কোর্স করে দক্ষ ফ্রিলান্সার হওয়ার সুযোগ।
“লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (LEDP)” প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সম্পূর্ণ সরকারি অনুদানে কর্মসংস্থানের সুযোগ সহ ৫০ দিন ব্যাপি (২০০ ঘন্টা) প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং এর জন্য দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী এবং ঠাকুরগাঁও জেলাতে নিবন্ধন চলছে।যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তারা অপেক্ষা করুন। কিছু দিনের মধ্যে ভাইভা সিডিউল দেয়া হবে এবং আগামী মাস থেকেই ক্লাস শুরু হবে আশা করি ।
👉আগ্রহী প্রার্থীরা নিবন্ধন করতে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে অনলাইন পরীক্ষায় অংশগ্রহন করুন:– https://ledp.ictd.gov.bd/
কোর্স সমূহ:
১.ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট২.গ্রাফিক্স ডিজাইন
৩.ডিজিটাল মার্কেটিং
আবেদন করার প্রক্রিয়া:
১. প্রথমেই রেজিষ্ট্রেশন করার জন্য https://ledp.ictd.gov.bd/
২. আপনি যে জেলায় কোর্সটি করতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন।
৩. আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন।
৪. আপনার ব্যাক্তিগত তথ্যগুলো ভালভাবে পুরন করুন।
৫. জাতীয় পরিচয় পত্র / জন্মনিবন্ধন সনদের নাম্বার দিয়ে আবেদন করতে হবে।
৬. আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। (Maximum 2 MB Size)
৭. Submit Data বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।
মনে রাখবেন, তাড়াহুড়ো না করে গুরুত্ব সহকারে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। ভুল তথ্য দিলে রেজিস্ট্রেশন বাতিল বলে গন্য হবেন। রেজিষ্ট্রেশন এর পরই ভর্তি পরিক্ষার প্রশ্ন চলে আসবে।
৩০ মিনিট সময়ের মধ্যে ২০ টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি ২০এর মধ্যে পরিক্ষায় ১০এর উপরে পেলেই পাশ করবেন আশা করি।
যদি পরিক্ষায় পাশ করে থাকেন তাহলে আপনাকে Congratulations জানাবে, এবং একটি রেজিষ্ট্রেশন নাম্বার আসবে। রেজিষ্ট্রেশন নাম্বারটি সংরক্ষণ করুন।
পরিক্ষার প্রশ্নের বিষয়:-
Basic Computer, Voice Change, Preposition, Sentence correction, Tense ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসতে পারে।প্রয়োজনীয় জিনিস পত্র:-
১. NID/ জন্মনিবন্ধন কার্ডের হুবহু তথ্য।
২. jpge/png ফরমেটে পার্সপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর (2MB এর ছোট হতে হবে)।
৩. কম্পিউটার/ল্যাপটপ/ স্মাট ফোন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
৫. ন্যূন্যতম এইচ এস সি/ সমমান পাশ।
৬. কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
পরিক্ষা বাতিলের সতর্কীকরণ:-
১. পরিক্ষা চলমান অবস্থায় সেই ডিভাইস দিয়ে গুগলে উত্তর সার্চ করলে পরিক্ষা বাতিল হতে পারে
২. পরিক্ষা চলমান অবস্থায় অন্য ট্যাবে যাওয়া অথবা কোন ব্রাউজার চালানো যাবে না।
৩. একই NID/Birth Registration কার্ড এবং ই-মেইল দিয়ে একবার আবেদন করতে পারবেন।
৪. যদি কোন কারনে পরিক্ষা দিতে না পারেন/ ফেইল হয়, তাহলে ১৫ দিন পর, নতুন ই-মেইল দিয়ে পূনরায় পরিক্ষা দিতে পারবেন।
৫. ভাইবার জন্য সময় মতো যেতে না পারলে, প্রর্থীতা বাতিল বলে গন্য হবে।
কিছু সমস্যা এবং সমাধান:
১. নতুন স্মার্ট কার্ড এর ১০ ডিজিট দিলে নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এনাইডি কার্ডের নাম্বারের প্রথমে 0000000 একসাথে NID নাম্বার দিয়ে (১৭ডিজিট বানিয়ে নিবেন) তাহলে অবশ্য নেবে , এক্ষেত্রে আপনার রেজিষ্টেশন এর কোন সমস্যা হবে না!
২. যাদের NID কার্ড ১৩ ডিজিটের তারা প্রথমে আপনার জন্মসাল বসিয়ে (১৭ডিজিট বানিয়ে নিবেন) চেষ্টা করুন, আশাকরি কোন সমস্যা হবে না।
৩. যাদের ১৮+বছর হয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধন এর ১৭ ডিজিট নাম্বার দিয়ে রেজিষ্টেশন করতে পারবেন।
.
বিশেষ কিছু কথা:-
* প্রশিক্ষণ স্থান উপজেলা ভিত্তিক নিবন্ধন করতে হবে।
* শারীরিক প্রতিবন্ধীরা এই কোর্সে বিশেষ সুযোগ পাবে।
* ৩০% নারী শিক্ষার্থীরা এই ট্রেনিং এ সুযোগ পাবে।
* তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক সার্টিফিকেট প্রদান ।
* উদ্যোক্তা সৃষ্টি, অনলাইন মার্কেটপ্লেসে আয়, স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ।
.
বিঃদ্রঃ নিজস্ব কম্পিউটার থাকতে হবে এবং বেসিক কম্পিউটার ও ইন্টারনেট চালানোর দক্ষতা থাকতে হবে
আপনার পরিচিত সবাইকে এই পোষ্টটি শেয়ার করে জানিয়ে দিন, তারাও যেন এই ফ্রি কোর্স করে দক্ষ ফ্রিলান্সার হয়ে নিজে সাবলম্বী হতে পারে।