LEDP 2020 কমন কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ক্লাস শুরু কবে থেকে?
উত্তর : এপ্রিল মাসের শুরুতেই হওয়ার সম্ভাবনা।
প্রশ্ন : রেজিষ্ট্রেশন এর শেষ সময় কবে ?
উত্তর : রেজিস্ট্রেশন এর শেষ সময়- ৩১ শে মার্চ, ২০২০ (রাত ১২টা পর্যন্ত)।
প্রশ্ন : ক্লাসগুলো হবে কোথায়”
উত্তর : জেলার বিভিন্ন সরকারি/বেসরকারি স্কুল/কলেজের কম্পিউটার ল্যাবে।
প্রশ্ন: উপজেলা শহরে কোর্সগুলো হবে কিনা?
উত্তর : কম্পিউটার ল্যাব সুবিধা থাকলে সম্ভাবনা রয়েছে, তবে জেলা শহরেরটা নিশ্চিত।
প্রশ্ন : কোর্সগুলো কি কি?
উত্তর : গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্ট
প্রশ্ন:
Congratulation ম্যাসেজ আসে_নাই
/ পরিক্ষায় ফেল করেছি, কিন্তু আমি ট্রেনিংটি করতে চাই, আমার করনিয় কি ?
উত্তর: যারা রেজিস্ট্রেশন করছেন কিন্তু সার্ভার প্রবলেমের কারনে অথবা টেকনিক্যাল প্রবলেমের কারনে পরীক্ষাটা দিতে পারেন নাই অথবা পেজ ক্লোজ হয়ে গেছে অথবা ফেল করেছেন, তারা ১৫দিন পরে আবার রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। এতে চিন্তার কোন কারন নেই।
তবে পরিক্ষায় অবশ্যই পাশ করতে হবে।
প্রশ্ন: আমি রেজিষ্ট্রেশন করেছি, কিন্তু রেজিষ্ট্রেশন হয়েছে কি না, বুঝতেছি না।
উত্তর: রেজিষ্ট্রেশন শেষে অনলাইনে পরিক্ষা দিতে হয়। পরিক্ষায় পাশ করে থাকলে Congratulation জানাবে, এবং একটি রেজিষ্ট্রেশন নাম্বার আসবে। এই নাম্বার না আসলে আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয় নি। ১৫ দিন পর পুনরায় চেষ্টা করুন।
রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ http://bit.ly/LEDPReg
রেজিস্ট্রেশন এর শেষ সময়ঃ ৩১শে মার্চ, ২০২০ (রাত ১২টা পর্যন্ত)।
উত্তর: রেজিষ্ট্রেশন শেষে অনলাইনে পরিক্ষা দিতে হয়। পরিক্ষায় পাশ করে থাকলে Congratulation জানাবে, এবং একটি রেজিষ্ট্রেশন নাম্বার আসবে। এই নাম্বার না আসলে আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয় নি। ১৫ দিন পর পুনরায় চেষ্টা করুন।
রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ http://bit.ly/LEDPReg
রেজিস্ট্রেশন এর শেষ সময়ঃ ৩১শে মার্চ, ২০২০ (রাত ১২টা পর্যন্ত)।
প্রশ্ন : একজন প্রশিক্ষণার্থী কতোটি কোর্স করতে পারবে।
উত্তর : অবশ্যই ১টির বেশি নয়।
উত্তর : ২ বছর আগ থেকে চালু হওয়া এ প্রকল্পে ১৩ হাজার স্টুডেন্ট প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরো ৪০ হাজার প্রশিক্ষণের টার্গেট রয়েছে। তবে ক্লাস কিন্তু সারাবছর হবে না।
প্রশ্ন : আমি দু’বছর আগে রেজিস্ট্রেশন করেছি এখন করণীয়।
উত্তর : রেজিস্ট্রেশনে পাস করে থাকলে অবশ্যই গ্রুপে নজর রাখুন, তাহলে ক্লাসের সময়সূচি জানতে পারেবন। রেজিস্ট্রশন সম্পন্নকারীদের কাছে ইন্টারভিউ ও ক্লাসের সময়সূচি এসএমএসও পাঠানো হতে পারে।
প্রশ্ন : ক্লাস করাবেন কারা?
উত্তর : সংশ্লিষ্ট কোর্সে অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা।
উত্তর : ৫০ দিন (২০০ ঘণ্টা) হিসেবে অন্তত ২ মাস।
প্রশ্ন : প্রতি ব্যাচে কতোজনকে নেয়া হবে?
উত্তর : প্রতি ব্যাচে ২৫-৩০ জন। এরমধ্যে শেষ পর্যন্ত কোর্সটি সম্পন্ন করে আর্ন করতে পারবে যারা শুধু তারাই চূড়ান্ত প্রশিক্ষণার্থী হিসেবে স্বীকৃতি পাবে।
প্রশ্ন : কোর্সটি করতে কোথায়ও কোনো ফি দিতে হবে কি না বা আমাকে কোনো টিএডিএ দেয়া হবে কি না।
উত্তর : এখানে কোনো প্রশিক্ষণার্থীর সাথে কোনো পর্যায়ে আর্থিক লেনদেন নেই।
প্রশ্ন : এ কোর্সে ভালো করলে আমার জন্যে কি থাকবে?
উত্তর : প্রথমত কোর্সে ভালো করলে আপনি ভালোমানের ফ্রিল্যান্সার হতে পারেবন। দেশের বেশ কযেকজন টপ রেটেড ফ্রিল্যান্সার এ কোর্স থেকে প্রশিক্ষণ নিয়েই ফ্রিল্যান্সার হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তাই আপনি ভালো করলে বিভিন্ন পর্যায়ে পুরস্কার রয়েছে, সেটা এখনই প্রকাশ করা যাচ্ছে না।
প্রশ্ন : ক্লাসে কোনো নাস্তা দেয়া হবে কি না?
উত্তর : আপাতত এটি রাখা হয়নি,, পরবর্তীতে রাখা হতেও পারে আবার নাও হতে পারে।
প্রশ্ন : কি কি যোগ্যতা থাকলে এ কোর্সে সুযোগ পাওয়া যাবে?
উত্তর : সর্বনিম্ন এইচএসসি/সমমান পাশ, নিজস্ব ডিভাইস থাকতে হবে এবং অফিস আওয়ারে ক্লাস করতে পারবেন এমন সুযোগ থাকতে হবে।
উত্তর : সপ্তাহে ৬ দিন, সকাল ৯ টা থেকে ১টা এবং ২ টা থেকে ৬ টা। এরমধ্যে যে কোনো একটি টাইম বেছে নিতে পারবেন।